এশিয়া কাপের বাঁচা-মরার ম্যাচে পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাতের খেলা শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সাড়ে ৮টায়। কিন্তু উদ্ভুত পরিস্থিতিতে ম্যাচটি এক ঘণ্টা পিছিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের মুখপাত্র আমির মীর।
বাংলাদেশ সময় রাত ৯টা ৫০ মিনিটে খেলা শুরু হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি এক টুইট বার্তায় বলেছেন, পাকিস্তান দলকে মাঠে যেতে বলা হয়েছে।
ভারতীয় সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তান দল শেষ পর্যন্ত টিম হোটেল ত্যাগ করেছে। সালমান আগার নেতৃত্বে টিম বাস দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের দিকে রওনা দিয়েছে।
এর আগে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি প্রাক্তন চেয়ারম্যান নাজাম শেঠি এবং রমিজ রাজার সঙ্গে আলোচনা করে খেলার বিষয়ে তাদের পরামর্শ নিয়েছিলেন।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় (বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিট) পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার এশিয়া কাপের ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু উদ্ভুত পরিস্থিতিতে ম্যাচটি এক ঘণ্টা পিছিয়ে দেয়া হয়েছে।