নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মধ্যরাতে গোদনাইল এলাকায় বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোদনাইলের খোরশেদ (৪৬), রিপন (৩০) ও জয় (২৬)। র্যাব-১১-এর অপস অফিসার মো. গোলাম মোর্শেদ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি ফ্লেয়ার গান, দুই রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছে, তারা এসব অবৈধ অস্ত্র দিয়ে সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাতেন। অস্ত্রগুলোর কোনো বৈধ কাগজপত্র তাদের কাছে নেই।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।