ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫

মৌলভীবাজারে দেশীয় অস্ত্রসহ ৫ জন আটক

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ১১:০৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ পাঁচ যুবককে আটক করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে পুলিশ জানায়, মৌলভীবাজার পৌরসভার চুবড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সদর মডেল থানার ওসির সার্বিক দিকনির্দেশনায় এসআই জাকির হোসেন রুবেল সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় সোমবার ভোর ৪টা ৪০ মিনিটে চুবড়া এলাকার কেয়ারটেকার লাল মিয়ার কলোনিতে অভিযান চালান। অভিযানকালে রুফু বেগমের ভাড়াকৃত রুম থেকে ৫ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন: বর্ষিজোড়া এলাকার নুর ইসলামের ছেলে মৃদুল মিয়া (২৪), পৌরসভাধীন রঘুনন্দনপুর এলাকার শহিদ মিয়ার ছেলে জুনেদ আলী (২৪), জুড়ী উপজেলার ফুলতলা গ্রামের রিয়াজ মিয়ার ছেলে সাকিব মিয়া (২৩), সোনাপুর বড়বাড়ী এলাকার মৃত সাহেদ মিয়ার ছেলে হোসাইন মিয়া (২২) এবং মুসলিম কোয়ার্টার এলাকার হারুন অর রশিদের ছেলে ভুবন মিয়া (২৬)।

সবাই মৌলভীবাজার জেলার বাসিন্দা। এদের মধ্যে জুনেদ আলী এনসিপি নেতা এহসান জাকারিয়ার অনুসারী বলে জানা গেছে।

আসামিদের দেখানো মতে ও স্বীকারোক্তির ভিত্তিতে, আসামি জুনেদ আলীর ফুফু রুফু বেগমের ভাড়াকৃত রুমের মেঝের ডান পাশ থেকে একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে:

স্টিলের হাতলযুক্ত লোহার তৈরি একটি তরবারি (লম্বা প্রায় ৩৩ ইঞ্চি), জিআই পাইপের হাতলযুক্ত লোহার তরবারি (৩০ ইঞ্চি), স্টিলের হাতলযুক্ত স্টিলের তরবারি (৩০ ইঞ্চি), জিআই পাইপের হাতলযুক্ত তরবারি (৩১ ইঞ্চি), কাঠের হাতলযুক্ত লোহার রামদা (২৯ ইঞ্চি) ও স্টিলের তৈরি দুটি ফোল্ডিং ছুরি (একটির দৈর্ঘ্য আনুমানিক ৯ ইঞ্চি ও অপরটির ১০ ইঞ্চি)।

সদর মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, এই ঘটনায় এসআই জাকির হোসেন রুবেল বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করেছেন। এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইন ১৯(ভ) অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।