ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

ব্যাট হাতে নতুন রেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৮:৪৭ পিএম
স্মৃতি মান্ধানা। ছবি- সংগৃহীত

চণ্ডীগড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় নারী ক্রিকেট দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা।

বুধবার মহারাজা যদবিন্দর সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই দারুণ ইনিংসটি খেলে তিনি ওপেনার হিসেবে ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির বিশ্বরেকর্ডে নিউজিল্যান্ডের সুজি বেটস এবং ইংল্যান্ডের ট্যামি বিউমন্টের পাশে জায়গা করে নিলেন।

এটি মান্ধানার ক্যারিয়ারের ১২তম ওয়ানডে সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে বাঁহাতি এই ওপেনার মাত্র ৭৭ বলে এই শতকটি পূর্ণ করেন, যা ভারতের নারী ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।

এই তালিকার শীর্ষেও রয়েছেন তিনি নিজেই, চলতি বছরের জানুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৭০ বলে সেঞ্চুরি করেছিলেন মান্ধানা।

সব মিলিয়ে নারী ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় তিনি যৌথভাবে তৃতীয় স্থানে আছেন। তার সামনে রয়েছেন অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং (১৫) এবং নিউজিল্যান্ডের সুজি বেটস (১৩)।

এর আগে, এই সিরিজের প্রথম ওয়ানডেতে ৫৮ রানের ইনিংস খেলে মান্ধানা আইসিসি নারী ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছিলেন।