ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

সিদ্ধিরগঞ্জে বিদেশি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৩

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৮:৫১ পিএম
গ্রেপ্তারকৃত আসামিরা । ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

বুধবার (১৭ সেপ্টেম্বর) মধ্যরাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১ এর অপস অফিসার মো. গোলাম মোর্শেদ।

গ্রেপ্তারকৃতরা হলেন-সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার মুসলিমের ছেলে খোরশেদ (৪৬), লালমোহন লালের ছেলে রিপন (৩০) ও শহীদের ছেলে জয় (২৬)।

র‍্যাব-১১ জানায়, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিভিন্ন তথ্য সংগ্রহ ও গোয়েন্দা নজরদারী চলমান ছিল। রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোদনাইল এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি বিদেশী রিভলভার একটি বিদেশী ফ্লেয়ার গান, দুই রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

আটককৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অবৈধ ভাবে বিদেশী আগ্নেয়াস্ত্র দ্বারা সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ভয়-ভীতি ও সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তাদের কাছে থাকা অস্ত্রগুলো কোন বৈধ কোন কাগজপত্র নাই।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।