ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

‘বিনা শর্তে’ পুতিনের সঙ্গে ‘বসতে’ চান জেলেনস্কি

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৯:২০ পিএম
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ডানে) ও ইউক্রেনের প্রেসিডেন্ট লোদিমির জেলেনস্কি। ছবি- সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একা বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একত্রে ‘কোনো শর্ত ছাড়াই’ সাক্ষাৎ করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে মস্কোতে সরাসরি আলোচনার প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন।

জেলেনস্কি মস্কোকে আক্রমণকারী দেশের রাজধানী হিসেবে উল্লেখ করে বলেছেন, ‘এটি ইউক্রেনের জন্য গ্রহণযোগ্য নয়।’

২০২৪ সালের মে মাসেই জেলেনস্কির মেয়াদ শেষ হয়েছে। তবে সামরিক আইন কার্যকর থাকায় এখনো নির্বাচনের আয়োজন করেননি তিনি। ট্রাম্প সরাসরি জেলেনস্কি ও পুতিনের মধ্যে আলোচনার উদ্যোগ নিতে চাপ দিচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, তাদের একত্রিত করতে তাকে ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করতে হতে পারে।

স্কাই নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘আমি কোনো ধরনের শর্ত ছাড়াই প্রেসিডেন্ট ট্রাম্প ও পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বা ত্রিপক্ষীয় বৈঠকের জন্য প্রস্তুত।’ তবে পুতিনের আমন্ত্রণে মস্কোতে যাওয়ার প্রশ্নে তিনি স্পষ্টভাবে ‘না’ বলেছেন।

ট্রাম্প পূর্বে পরামর্শ দিয়েছেন যে, প্রথমে উভয় নেতা বৈঠক করবেন এবং তারপর একটি বৃহত্তর শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনা সম্ভব, তবে বর্তমানে ‘বিরতি’ রয়েছে।

তিনি আরও বলেছেন, আলোচনার জন্য বিদ্যমান চ্যানেলগুলো ব্যবহার করা যেতে পারে, যদিও এখন কোনো বৈঠকের নির্দিষ্ট পরিকল্পনা নেই।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুতিন-জেলেনস্কি শীর্ষ সম্মেলন কেবল তখনই হতে পারে যখন একটি সুনির্দিষ্ট এজেন্ডা নির্ধারণ করা হবে। পাশাপাশি উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ উল্লেখ করেছেন, মস্কোর প্রস্তাবের প্রতি কিয়েভের ‘যুক্তিসংগত প্রতিক্রিয়া’ থাকা প্রয়োজন।

এই পরিস্থিতি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান উত্তেজনার মাঝে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টাকে কেন্দ্র করে চলছে। ট্রাম্পের মধ্যস্থতায় ত্রিপাক্ষীয় বৈঠকের সম্ভাবনা থাকলেও জেলেনস্কির অবস্থান এবং মস্কোর প্রস্তাব প্রত্যাখ্যান প্রক্রিয়াটিকে জটিল করে তুলেছে।