ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫

মন্দিরে পূজা শেষে ফেরার পথে প্রাণ গেল ১৫ জনের

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ০৯:২৭ এএম
সড়ক দুর্ঘটনা। ছবি - সংগৃহীত

ভারতের রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতদের সবাই পুণ্যার্থি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

রোববার (২ নভেম্বর) ভোররাতে রাজ্যের ফালৌদি জেলার মতোদা গ্রামের কাছে ভারত মালা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি ও পিটিআইর।

পুলিশ জানায়, যাত্রীবাহী একটি ছোট ট্র্যাভেলার বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রেলারের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১৫ জন প্রাণ হারান। আহত তিনজনকে গুরুতর অবস্থায় জোধপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা সবাই জোধপুর জেলার নৈনচি এলাকার বাসিন্দা। তারা প্রায় ২২০ কিলোমিটার দূরে বিকানের জেলার কোলায়াত মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন। পূজা শেষে ফেরার পথেই ঘটে এই দুর্ঘটনা।

দুর্ঘটনার অভিঘাত এতটাই ভয়াবহ ছিল যে, বাসের সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। পুলিশ জানায়, বহু মরদেহ সিটে আটকে গিয়েছিল, ফলে উদ্ধারকাজে যথেষ্ট বেগ পেতে হয়। স্থানীয় লোকজনও উদ্ধারকাজে অংশ নেন।

জোধপুরের পুলিশ কমিশনার ওম প্রকাশ বলেন, ‘সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে যাত্রীদের দেহ বাসের সিটে আটকে গিয়েছিল। দেহ উদ্ধার করতে অনেক সময় লেগেছে।’

এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।

প্রধানমন্ত্রী মোদি এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, ‘রাজস্থানের দুর্ঘটনায় এত প্রাণহানির খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

তিনি নিহতদের পরিবারের জন্য ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক বিবৃতিতে ঘটনাটিকে ‘অত্যন্ত হৃদয়বিদারক’ উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এক্স-এ লেখেন, ‘ফালৌদির মতোদা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।’

এর আগেও রাজস্থানে একাধিক বড় সড়ক দুর্ঘটনা ঘটেছে। গত মাসে জয়সালমেরে একটি স্লিপার বাসে আগুন লেগে অন্তত ২৬ জন নিহত হয়েছিলেন। পুলিশ জানিয়েছিল, বাসটির এয়ারকন্ডিশনের শর্টসার্কিট থেকেই ওই অগ্নিকাণ্ড ঘটে।