ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫

পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার ক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে : ট্রাম্প

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ১০:৫৮ এএম
ডোনাল্ট ট্রাম্প। ছবি - সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র রয়েছে যা দিয়ে পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া সম্ভব। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, চীন ও রাশিয়ার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা মোকাবিলা করতে পরীক্ষামূলক কর্মসূচি চালানো জরুরি।

গতকাল রোববার (০২ নভেম্বর) সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্র চীনের জন্য একটি ‘হুমকি’ এবং যুক্তরাষ্ট্র সবসময় চীনের ওপর নজর রাখে।

তিনি বলেন, ‘আমরা তাদের সঙ্গে কাজ করে আরও শক্তিশালী ও উন্নত হতে পারি।’

ট্রাম্প চীনের পারমাণবিক শক্তির দ্রুত বৃদ্ধির বিষয়েও সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের কাছে অন্য যেকোনো দেশের তুলনায় বেশি পারমাণবিক অস্ত্র আছে। রাশিয়া দ্বিতীয়, চীন অনেক দূরে, কিন্তু পাঁচ বছরের মধ্যে তারা সমান পর্যায়ে পৌঁছাবে।’ পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে তিনি রাশিয়া ও চীনের সঙ্গে আলোচনা করেছেন বলেও উল্লেখ করেন।

এ ছাড়া তিনি বেইজিংয়ের দুর্লভ মাটির খনিজ সম্পদের ক্ষমতাও উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘কম্পিউটার থেকে অস্ত্র পর্যন্ত সবকিছুর জন্য আমাদের মাটির খনিজ প্রয়োজন। তারা আমাদের বিপক্ষে ব্যবহার করে, আমরা তাদের বিপক্ষে অন্য জিনিস ব্যবহার করেছি। উদাহরণস্বরূপ, বিমানের যন্ত্রাংশ।’

ট্রাম্প আরও দাবি করেছেন, রাশিয়া ও চীন গোপনে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে, যদিও তারা প্রকাশ্যে কিছু জানায় না।

তিনি বলেন, ‘উত্তর কোরিয়া একমাত্র দেশ নয় যারা পারমাণবিক পরীক্ষা করছে। রাশিয়া ও চীনও পরীক্ষা করছে, কিন্তু প্রকাশ্যে কিছু বলে না।’

তিনি যুক্তরাষ্ট্রে পারমাণবিক পরীক্ষা পুনরায় চালানোর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ‘আপনি অস্ত্র বানালেন, কিন্তু পরীক্ষা না করলে কীভাবে জানবেন এটি কাজ করে কি না? আমরা একমাত্র দেশ যে পরীক্ষা করি না, আমি চাই না আমরা একমাত্র থাকি।’

ট্রাম্প আরও উল্লেখ করেছেন, ‘আমাদের কাছে পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র আছে, যা পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার মতো। রাশিয়ারও প্রচুর অস্ত্র আছে, আর চীনেরও দ্রুত বাড়ছে।’

এর আগে তিনি প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তাদের অবিলম্বে পারমাণবিক পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছিলেন। তবে ইউএস স্ট্র্যাটেজিক কমান্ডের কর্মকর্তারা জানিয়েছেন, চীন বা রাশিয়া সম্প্রতি কোনো বিস্ফোরক পারমাণবিক পরীক্ষা চালায়নি।

যুক্তরাষ্ট্র সর্বশেষ ১৯৯২ সালে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। এ ছাড়া ১৮৭টি দেশ পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধকারী আন্তর্জাতিক চুক্তি সিটিবিটি-তে স্বাক্ষর করেছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র কখনো চুক্তি চূড়ান্তভাবে স্বাক্ষর করেনি।