ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫

১০ বছরের সাজাপ্রাপ্ত আওয়ামী ‘ক্যাডার’ গ্রেপ্তার

চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ০৫:১০ পিএম
‘ক্যাডার’ ঘ্যানা টিটোকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি- রূপালী বাংলাদেশ

যশোরের চৌগাছায় মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ ‘ক্যাডার’ ঘ্যানা টিটোকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আরও ১৭টি মামলা রয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে টিটোকে গ্রেপ্তার করে।

টিটো উপজেলার ফুলসারা ইউনিয়নের আফরা গ্রামের মকবুল হোসেন ওরফে কসাই মঙ্গলের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চৌগাছা উপজেলা সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরীর ছত্রছায়ায় টিটো মাদক ও অস্ত্র চোরাচালানের ব্যবসা শুরু করে। অল্প সময়ের মধ্যেই মাসুদের সহযোগিতায় টিটো অস্ত্র ও মাদকের দেশব্যাপী সিন্ডিকেট গড়ে তোলে। তিনি সবসময় আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্যদের সঙ্গে চলাফেরা করতেন।

২০২০ সালের ৮ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে চৌগাছা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়। সম্প্রতি আদালত সেই মামলায় টিটোকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করে। আসামি পলাতক থাকায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সোমবার পুলিশের বিশেষ অভিযানে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

ওসি আনোয়ার হোসেন বলেন, ‘টিটোর বিরুদ্ধে অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী আইনে মোট ১৭টি মামলা রয়েছে।’

তিনি আরও জানান, টিটোকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।