ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লক্ষ্মীপুর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রেদওয়ান হোসাইন রিমন পদত্যাগ করেছেন। গত রোববার দিবাগত রাত ১টার দিকে রিমন তার ফেসবুক ওয়ালে একটি পোস্ট করে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
রিমন তার পোস্টে আক্ষেপ প্রকাশ করে লেখেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি গর্বের প্ল্যাটফর্ম। এটা কারো ব্যক্তিগত সংগঠন না, এটা বাংলাদেশের ছাত্রজনতার সংগঠন। এটা বিপ্লবীদের সংগঠন। কিন্তু একটা গোষ্ঠী রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে সম্পূর্ণ প্ল্যাটফর্মকে আজকে হাসির পাত্রে পরিণত করেছে।’
তিনি আরও লেখেন, ‘আমি রেদওয়ান হোসাইন রিমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি মনে করি, বিপ্লবীদের সংগঠন হবে বিপ্লবীদের মাধ্যমে। কোনো স্বার্থন্বেষী মহল এর হাতের পুতুল হিসেবে না। যখন খুশি খুললাম, যখন খুশি বন্ধ করলামÑ এটা কোনো বিপ্লবী সংগঠন হতে পারে না।’
তাই সব বিবেচনায় আমি লক্ষ্মীপুর জেলার যুগ্ম আহ্বায়ক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। বিপ্লবীরা কখনো কারো হাতের পুতুল হয় না। তারা স্বাধীন, তারা কাউকে ভয় করে না।

