ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

মৌলভীবাজার সরকারি কলেজে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৯:২০ পিএম
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সমাবেশ। ছবি- রূপালী বাংলাদেশ

মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে গতকাল দুপুরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কলেজ শাখার উদ্যোগে শিক্ষা দিবস উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে অংশগ্রহণকারীরা শিক্ষার বাণিজ্যিকীকরণ ও সংকোচন নীতি পরিহারের আহ্বান জানান। এ ছাড়া শিক্ষক ও ক্লাসরুম সংকট নিরসনের দাবি তুলেছেন তারা। সমাবেশে এমবিবিএস ডাক্তার নিয়োগের মাধ্যমে কলেজে মেডিকেল সেন্টার স্থাপনের প্রস্তাব এবং ক্যাম্পাসের সেনিটেশন ব্যবস্থার আধুনিকায়নেরও দাবি জানানো হয়।

লাইব্রেরি-সেমিনারের আধুনিকায়ন ও যুগোপযোগী বই সরবরাহ, মৌলভীবাজার সরকারি কলেজ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করাসহ বিভিন্ন দাবিতে বৈরী আবহাওয়ার সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ছাত্ররা শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কলেজ শাখার প্রধান সংগঠক রাজিব সূত্রধরের সভাপতিত্বে ও শ্যামল সরকারের সঞ্চলনায় বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, কলেজ শাখার সংগঠক হিরণ আহমেদ, তাসিন আহমেদ আদি প্রমুখ।