পটুয়াখালীর দুমকিতে ক্রমশ ভাঙছে কচাবুনিয়া নদীর বেড়িবাঁধ। এতে স্থানীয় সড়ক ও কৃষিজমির নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। ক্ষতিগ্রস্তরা টেকসই মেরামতের দাবিতে মানববন্ধন করেছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পাঙ্গাশিয়া ইউনিয়নের শতাধিক ক্ষতিগ্রস্ত মানুষ মানববন্ধন করেন।
তারা অভিযোগ করেন, দুই বছর আগে নদীর ভাঙনে নেছারিয়া মাদ্রাসা থেকে পুকুরজানা বাজার পর্যন্ত ৫০০ মিটার সড়কের প্রায় অর্ধেক অংশ বিলীন হয়ে গেছে। বর্তমানে বাকি অংশেও ফাটল ধরেছে, যা যেকোনো মুহূর্তে ধসে যেতে পারে।
স্থানীয় ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম বারেক জানান, মাত্র ছয় মাস আগে প্রায় ৩.৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন সড়কটি পাইলিং বা সাপোর্টিংয়ের অভাবে দ্রুত ভেঙে পড়েছে।
এলাকাবাসী জানিয়েছেন, জোয়ারের তীব্র স্রোতে নদীর তীরের মাটি সরে যাওয়ায় রাস্তা ভেঙে যাচ্ছে। যদি পুরো সড়ক ধসে পড়ে, তাহলে এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে। এ ছাড়া নদীর পানি লোকালয়ে ঢুকে বসতবাড়ি এবং কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি করতে পারে।
মানববন্ধনে মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ হাওলাদার ও স্থানীয় রাজনৈতিক নেতারা বক্তব্য রাখেন এবং সরকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।
পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব বলেন, ‘দ্রুততম সময়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’