ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫

ট্রাকের ধাক্কায় নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৩:৩৫ এএম

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। গত রোববার মধ্যরাতে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান। নিহতরা হলেন- কালিহাতি উপজেলার আকুয়া এলাকার কাছিম উদ্দিনের ছেলে সিএনজিচালক সাহেব আলী (৪৫) এবং একই উপজেলার ভোক্তা এলাকার নূর মোহাম্মদ শেখের ছেলে আব্দুল আলীম (৬০)।

পুলিশ জানায়, রোববার মধ্যরাতে ঢাকাগামী একটি অজ্ঞাত ট্রাক বিপরীত দিক থেকে এসে সিএনজিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই যাত্রী আব্দুল আলীম মারা যান। গুরুতর আহত চালক সাহেব আলীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। এসআই কামরুল হাসান জানান, নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি সনাক্তের চেষ্টা চলছে। ঘটনার পর ট্রাকচালক দ্রুত পালিয়ে যায়।