ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫

বীজ ও সার বিতরণ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৩:৩৪ এএম

‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে পটুয়াখালীর দুমকিতে রবি ২০২৫-২০২৬ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরান হোসেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসমিতা আক্তার সোনিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী। অনুষ্ঠানে উপজেলার পাঁচটি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষানি, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।