সিরাজগঞ্জের সলঙ্গায় ২৯০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ ফিরোজুল ইসলাম (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত রোববার রাত ১২টার দিকে সলঙ্গা থানার রাধানগর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়ক থেকে তাকে আটক করা হয়। গতকাল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এইচ এম মোস্তাফিজুর রহমান। আটক ফিরোজুল ইসলাম সিরাজগঞ্জ শহরের ইবি রোড এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।
সহকারী পরিচালক এইচ এম মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের রাধানগর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় নওগাঁ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ফিরোজুলকে আটক করা হয়। তার শরীরে তল্লাশি চালিয়ে ২৯০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।

