ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫

মতবিনিময়

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৩:৩৬ এএম

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নূরুল হুদা বাবু বলেছেন, ‘কোনোভাবেই আওয়ামী লীগের শাসনামলের সঙ্গে বিএনপির শাসনামল তুলনা করা যাবে না। অতীতে বিএনপি কখনোই আওয়ামী লীগের ধারায় দেশ শাসন করেনি এবং ভবিষ্যতেও তা করবে না।’ গতকাল সোমবার দুপুরে পার্বতীপুর প্রেসক্লাবে স্থানীয় বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক কামরুল হুদা শান্তু, সাবেক শিক্ষক শামসুদ্দোহা দুলু, সাংবাদিক বদরুদ্দোজ্জা বুলু এবং নূরুল হুদার দলের অন্যান্য সদস্যরা। নূরুল হুদা বাবু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, এই এলাকায় তরুণদের সবচেয়ে বড় সমস্যা হলো মাদকাশক্তি। জীবন বিনাশী এই প্রবণতা থেকে মুক্ত করতে হলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এজন্য কল-কারখানা ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করার প্রয়োজন আছে।