কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও শেরপুরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মশাল মিছিল বের করার ঘটনায় জেলাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে শেরপুরের নকলা উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় চন্দ্রকোনা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে চন্দ্রকোনা মোড়েই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক শফিউল আলম পলাশ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদুজ্জামান মাসুম, পৌর ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন অভি প্রমুখ বক্তব্য রাখেন। বিক্ষোভে উপজেলা, ইউনিয়ন ও পৌর পর্যায়ের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

