চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার নয়াহাট বাদামদল এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ফজিলাতুন্নেসা (৩০)। তিনি খুলনা বিভাগের মাগুরা জেলার বাসিন্দা। নিহতের স্বামী আলি মুজ্জামান সুজন জানান, তারা খুলনা থেকে মোটরসাইকেলযোগে বান্দরবান যাচ্ছিলেন। নয়াহাট এলাকায় পৌঁছালে লন্ডন এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ফজিলাতুন্নেসার মৃত্যু হয়। দুর্ঘটনার সময় তাদের সঙ্গে ছিল ছেলে হাম্মাত। খবর পেয়ে পটিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

