ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫

শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন কবে, জানাল মাউশি

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০৯:৫৮ এএম
শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাসরুমে শিক্ষিকা। ছবি- সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৪ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন আগামী মাসে অর্থাৎ জুলাই মাসের প্রথম সপ্তাহে দেওয়া হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের এক কর্মকর্তা। তিনি বলেন, শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন দিতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। জুলাই মাসের শুরুর দিকেই জুন মাসের বেতন দিয়ে দেওয়া হতে পারে।

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।

এ পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়।