ঢাকা শনিবার, ০৫ জুলাই, ২০২৫

কালকিনিতে নিখোঁজ এলজিইডি অফিস সহকারীর লাশ উদ্ধার

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০২:৫৯ পিএম
আব্দুল জলিল শিকদার। ছবি- রূপালী বাংলাদেশ

মাদারীপুরের কালকিনিতে আব্দুল জলিল শিকদার (৭৫) নামে নিখোঁজ হওয়া অবসরপ্রাপ্ত এলজিইডি অফিস সহকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ জুলাই) সকালে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মৌলভীকান্দি গ্রামের একটি পাটখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল জলিল উপজেলার মাঝেরকান্দি গ্রামের আহম্মাদ শিকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল জলিল শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। শনিবার সকালে স্থানীয় কৃষকরা পাটখেতে কাজ করতে গিয়ে লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ লাশটি উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ‘আব্দুল জলিলের লাশ পাটখেত থেকে উদ্ধার করা হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা আমার জানা নেই।’

কালকিনি থানার ওসি সোহেল রানা বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’