গত এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো, মার্কিন নৌবাহিনীর আরও একটি যুদ্ধবিমান লোহিত সাগরে নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার (৬ মে) মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে এফ-১৮ যুদ্ধবিমানটি লোহিত সাগরে নিখোঁজ হয়।
মার্কিনী এক কর্মকর্তা বলেছেন, যুদ্ধবিমানটি রণতরীতে অবতরণের পর পাইলট একে সঠিকভাবে থামাতে ব্যর্থ হন। ফলে সেটি ডেক থেকে সাগরে পড়ে যায়।
এফ-১৮ মডেলের যুদ্ধবিমানটি রাতে রণতরীরতে অবতরণের চেষ্টা করছিল। কিন্তু সময়মতো বিমানটি থামাতে ব্যর্থ হলে সেটি ডেক থেকে পড়ে সাগরে ডুবে যায়।
তিনি আরও জানান, বিমানে থাকা দুই পাইলটকে উদ্ধার করা হয়েছে। তারা সামান্য আঘাত পেয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মার্কিনী ওই কর্মকর্তা তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে লোহিত সাগরে এই ঘটনাটি ঘটে।
এর আগে ২৮শে এপ্রিল অন্য আরেকটি এফ/এ-১৮ জেট ট্রুম্যানের ডেক থেকে থেকে পড়ে সাগরে ডুবে যায়।
কর্মকর্তারা বলছেন, প্রতিটি এফ/এ-১৮ জেটের আনুমানিক মূল্য ৭০ মিলিয়ন ডলার।
গত ফেব্রুয়ারিতে, ভূমধ্যসাগরে মিশরের পোর্ট সইদের কাছে ট্রুম্যান একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এছাড়াও, গত বছরের শেষের দিকে ট্রুম্যান স্ট্রাইক গ্রুপের একটি সারফেস জাহাজ ভুল করে আরেকটি এফ/এ-১৮-এ গুলি করে।
উল্লেখ্য, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষা করার জন্য ট্রুম্যান গত বছর থেকে লোহিত সাগরে মোতায়েন রয়েছে। ডুবে যাওয়া রণতরীটির গত মাসেই দেশে ফেরার কথা ছিল।