ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

ট্রাম্পের হুমকি উপেক্ষা করে রাশিয়ার তেল কিনবে ভারত

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ১১:২১ পিএম
ছবি- সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি উপেক্ষা করে রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখবে ভারত। বিষয়টি নিশ্চিত করেছেন নয়াদিল্লির দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তাদের একজন রয়টার্সকে বলেন, ‘এগুলো দীর্ঘমেয়াদি তেল চুক্তি। রাশিয়া থেকে রাতারাতি কেনা বন্ধ করা সম্ভব নয়।’

ট্রাম্প গত বুধবার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ইঙ্গিত দেন, রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার জন্য ভারতকে অতিরিক্ত জরিমানা গুনতে হতে পারে। শুক্রবার (১ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শুনেছেন ভারত নাকি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে।

তবে শনিবার নিউ ইয়র্ক টাইমস জানায়, ভারতীয় সরকারের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। এক কর্মকর্তা বলেন, ‘সরকার তেল কোম্পানিগুলোকে রাশিয়া থেকে আমদানি কমানোর কোনো নির্দেশ দেয়নি।’

এর আগে রয়টার্সের আরেক প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ে রাশিয়ার অপরিশোধিত তেলের ছাড় কমে যাওয়ায় কিছু ভারতীয় রাষ্ট্রীয় শোধনাগার গত এক সপ্তাহ ধরে তেল কেনা স্থগিত রেখেছে।

শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘জ্বালানি আমদানির ক্ষেত্রে আমরা বাজারের প্রাপ্যতা, প্রস্তাব এবং বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করি।’

তিনি আরও জানান, রাশিয়ার সঙ্গে ভারতের একটি ‘স্থিতিশীল ও পরীক্ষিত বাণিজ্যিক অংশীদারিত্ব’ রয়েছে এবং নয়াদিল্লি নিজস্ব স্বার্থের ভিত্তিতে অন্যান্য দেশের সঙ্গেও সম্পর্ক বজায় রাখে।

হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

২০২২ সালে পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের পর থেকে রাশিয়ার অপরিশোধিত তেলের ছাড় ধীরে ধীরে কমেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ইন্ডিয়ান অয়েল করপোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম এবং ম্যাঙ্গালোর রিফাইনারি গত কয়েকদিন ধরে রাশিয়ান তেল কেনা থেকে বিরত রয়েছে।

গত ১৪ জুলাই ট্রাম্প সতর্ক করেন, ইউক্রেনের সঙ্গে রাশিয়া বড় ধরনের শান্তি চুক্তি না করলে রাশিয়ান তেল আমদানিকারক দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। বর্তমানে ভারতের মোট অপরিশোধিত তেলের প্রায় ৩৫ শতাংশই আসে রাশিয়া থেকে।

২০২৫ সালের প্রথম ছয় মাসে রাশিয়া ভারতের শীর্ষ তেল সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে। এরপর রয়েছে ইরাক, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ভারত এ সময় প্রতিদিন গড়ে ১ দশমিক ৭৫ মিলিয়ন ব্যারেল রাশিয়ান তেল আমদানি করেছে, যা গত বছরের তুলনায় ১ শতাংশ বেশি।

এদিকে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত রসনেফটের মালিকানাধীন নায়ারা এনার্জি সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার মুখে পড়েছে। এর ফলে কোম্পানির প্রধান নির্বাহী পদত্যাগ করেছেন এবং তার স্থলাভিষিক্ত হয়েছেন সের্গেই ডেনিসভ। নিষেধাজ্ঞার কারণে নায়ারার তিনটি তেলবাহী জাহাজ এখনো পণ্য খালাস করতে পারেনি।

গুজরাটের ভাদিনারে অবস্থিত নায়ারার শোধনাগারটি ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগার, যা প্রতিদিন প্রায় ৪ লাখ ব্যারেল তেল প্রক্রিয়াজাত করে এবং সারা দেশে ৬ হাজার ৩০০টির বেশি পেট্রলপাম্প পরিচালনা করে।