ক্যানোলা তেলের উপকারিতা
জুন ২৫, ২০২৫, ০৮:২৬ পিএম
কোনো খাবার সুস্বাদু হওয়ার পেছনে যেমন প্রয়োজন উপযুক্ত রান্না, তেমনি একটি ভালো তেলই হতে পারে সুস্বাস্থ্যের ভিত্তি। আর এই জায়গায়ই ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে ক্যানোলা তেল। এটি শুধু রান্নার স্বাদই বাড়ায় না, বরং প্রতিটি ফোঁটায় লুকিয়ে আছে হৃদয়ের যত্ন, ওজন নিয়ন্ত্রণ এবং দীর্ঘজীবনের প্রতিশ্রুতি।
ক্যানোলা তেল কী?
ক্যানোলা তেল উৎপন্ন হয়...