যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্র দেশের নানা হুমকি ও নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া ও ইরান থেকে তেল কেনা বন্ধ করার বিষয়ে ওয়াশিংটনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাইরের চাপের কারণে তারা তাদের জ্বালানি নীতি পরিবর্তনের কোনো পরিকল্পনা করছে না।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, বেইজিং সর্বদা জাতীয় স্বার্থে জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে। জবরদস্তি বা চাপের মাধ্যমে কিছুই অর্জন করা যাবে না।
এই আলোচনা প্রসঙ্গে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘চীনারা তাদের সার্বভৌমত্বকে খুব গুরুত্ব দেয়, বিশেষ করে রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে। আমরা তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে চাই না, তাই তারা ১০০ শতাংশ শুল্ক দিতে চায়।’
তবে টেনিও পরামর্শক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক গ্যাব্রিয়েল উইল্ডাও এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি বাস্তবায়িত হলে সাম্প্রতিক অগ্রগতি ভেস্তে যাবে এবং যদি শরৎকালে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের মধ্যে বৈঠক হয়, তবে তাতে বাণিজ্য চুক্তির সম্ভাবনাও নষ্ট হবে।
আপনার মতামত লিখুন :