পেরুতে একটি যাত্রীবাহী ডাবল-ডেকার বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় কমপক্ষে ৩৭ জন মারা গেছেন। বুধবার (১২ নভেম্বর) ভোরে পেরুকে চিলির সঙ্গে সংযুক্তকারী পানামেরিকানা সুর মহাসড়কের একটি অংশে ওই দুর্ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, যাত্রী নিয়ে যাওয়ার সময় ডাবল-ডেকার বাসটির সঙ্গে একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে গভীর খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই ৩৭ বাসযাত্রী মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৪ জন।
দক্ষিণ আমেরিকার এই দেশটিতে প্রায় প্রতিদিনই ঘটে সড়ক দুর্ঘটনা। আরেকুইপার আঞ্চলিক স্বাস্থ্য ব্যবস্থাপক ওয়ালথার ওপোর্তো এএফপিকে বলেন, আমাদের কাছে ৩৭ জনের নিহত হওয়ার খবর এসেছে এবং আহত হয়েছে ২৪ জন।
দুর্ঘটনায় কয়েকজন গুরুতর আহত হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
লামোসাস কোম্পানি পরিচালিত ডাবল-ডেকার বাসটি মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে কারাভেলি প্রদেশের চালা শহর থেকে ছেড়ে পেরুর দ্বিতীয় বৃহত্তম শহর আরেকুইপার দিকে যাচ্ছিল।
বাসটিতে শিশু ও বয়স্কসহ ৬০ জনেরও বেশি যাত্রী ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বাঁক নেওয়ার সময় পিকআপটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর বাসটি প্রায় ২০০ মিটার (৬৫০ ফুট) গভীর খাদে পড়ে যায়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন