নাসকা লাইন কী, কতটা রহস্যময়?
অক্টোবর ৯, ২০২৫, ০৪:৫৪ এএম
দক্ষিণ পেরুর শুকনো, নির্জন মরুভূমির উপর দিয়ে যখন কোনো বিমান উড়ে যায়, তখন এক অলৌকিক দৃশ্য ধরা দেয় পাইলটের চোখে। নীচের ধূসর পাথর আর লালচে বালুর মাঝখানে হঠাৎ করেই জেগে ওঠে কয়েকটি বিশাল সাদা রেখা- কখনো সরল, কখনো ত্রিভুজ, কখনো ঘূর্ণায়মান। ধীরে ধীরে সেই রেখাগুলোর মাঝে ফুটে ওঠে এক হামিংবার্ড,...