জুলাই আন্দোলনের আগে থেকেই নিউইয়র্কে রয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। মূলত এক ডিগবাজি তাকে বিদেশের মাটিতে পৌঁছে দেয়। সেখানে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করছেন।
তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো ফোবানা সম্মেলনে পারফর্ম করতে যাচ্ছেন এই চিত্রনায়ক। কানাডার মন্ট্রিয়ালে ফোবানা সম্মেলনটি অনুষ্ঠিত হবে আগামী ২৯-৩১ আগস্ট। তিনদিনব্যাপী অনুষ্ঠিতব্য এই সম্মেলনে ৩১ আগস্ট জায়েদ খান পারফর্ম করবেন।
এ প্রসঙ্গে দৈনিক রূপালী বাংলাদেশকে জায়েদ খান বলেন, ‘ফোবানা সম্মেলন একটি বড় আয়োজন। এটা খুবই প্রেস্টিজিয়াস একটি অনুষ্ঠান। আমি সম্মানিতবোধ করছি যে, আমি এখানে পাফর্ম করতে পারব। আরও অনেক নামকরা শিল্পী এখানে পাফর্ম করবেন। আশা করি, অনুষ্ঠানটি খুব সাফল্য মণ্ডিত হবে।’
বলা দরকার, উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন ‘ফোবানা’ (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা) সম্মেলনের সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।
বর্তমানে দেশে মুক্তির অপেক্ষায় আছে জায়েদ খান অভিনীত ‘বাহাদুরী’। শফিক হাসান পরিচালিত সিনেমাটিতে জায়েদ খানের বিপরীতে রয়েছে চিত্রনায়িকা মৌ খান। ২০২২ সালে সিনেমাটির নির্মাণকাজ শেষ হলেও মুক্তি থমকে আছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন