ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় থেকে ওয়েস্ট ইন্ডিজ তখন আরও ৭৭ রান দূরে। তখন ৩ উইকেট প্রয়োজন বাংলাদেশের। আগের ম্যাচের অভিজ্ঞতা বলছে, জয়টা বুঝি খুব কাছেই।
স্বাগতিকদেরকে সেখান থেকে হারের তেঁতো স্বাদটা উপহার দিলেচ্ছিলেন শেই হোপ, আক্ষরিক অর্থেই বাংলাদেশের সব ‘আশা’ কেড়ে নিচ্ছিলেন। তার ব্যাটে চড়েই ওয়েস্ট ইন্ডিজ আশা দেখছিল জয়ের।
তবে ঠিক সেই সময় পথ আগলে দাঁড়ালেন সাইফ হাসান। শেষ ওভারে ৫ রান প্রয়োজন ছিল। সেখান থেকে লাস্ট বলে গিয়ে সমীকরণ দাঁড়ায় ১ বলে ৩ রান। শেষ বলে বড় র্শট করতে গিয়ে ক্যাচ তুলে নেয় উইন্ডিজের ১১ নম্বর ব্যাটার।
তবে তা হাতছাড়া করে ফেলে নুরুল হাসান সোহান, এই সুয়োগে পেয়ে যায় ২ রান। আর তাতেই খেলাটা গড়াল গিয়ে সুপার ওভারে।
এর আগে, টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। রিশাদের তাণ্ডবে নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।
ব্যাট হাতে বাংলাদেশের হয়ে ৮৯ বলে ৪৫ রান সৌম্য সরকার, ৫৮ বলে ৩২ মেহেদী হাসান মিরাজ, ২৪ বলে ২৩ নুরুল হাসান সোহান এবং ১৪ বলে ৩৯ করেন রিশাদ হোসেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন