অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক অ্যালিসা হিলি পেশিতে চোট পাওয়ায় আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলতে পারছেন না। শনিবার অনুশীলনের সময় তার পায়ের পেশিতে হালকা টান লাগে। ফলে ইংল্যান্ড ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে জানানো হয়, হিলিকে পর্যবেক্ষণে রাখা হবে এবং আগামী শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ লিগ ম্যাচে তাকে ফেরানোর সম্ভাবনা বিবেচনা করা হবে। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রা, আর উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন বেথ মুনি।
এ বিষয়ে অস্ট্রেলিয়া দলের প্রধান কোচ শেলি নিটস্কে বলেন, হিলির ইনজুরি সত্যিই দুর্ভাগ্যজনক। তিনি কেবল আমাদের অধিনায়কই নন, বরং ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন—টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন।
তবে আমাদের দলে যথেষ্ট গভীরতা আছে, যা এখন পরীক্ষা দিতে হবে। এটা অন্যদের জন্যও সুযোগ এনে দিচ্ছে নিজেদের প্রমাণ করার।
তিনি আরও জানান, হিলির স্থানে জর্জিয়া ভল দলে যুক্ত হতে পারেন। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সোমবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে দীর্ঘ ব্যাটিং অনুশীলনে ভলকে দেখা যায়।
ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার লিনসি স্মিথের বিপক্ষে খেলার প্রস্তুতি নিতে তাকে লেফট আর্ম থ্রো ডাউনও দেওয়া হয়।
নিটস্কে বলেন, জর্জিয়া এর আগে এই ভূমিকায় খেলেছে। সে বেশ শান্ত ও আত্মবিশ্বাসী ক্রিকেটার, বড় মঞ্চে ভীত হয় না। যদি আমরা তাকে খেলাই, আমি নিশ্চিত সে প্রস্তুত থাকবে এবং দলের জন্য ভালো করবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন