যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আকাশ হোসেন (২০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তার সঙ্গী সোহান হোসেন (১৫)।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে যশোর-মণিরামপুর সড়কের সদর উপজেলার রামনগরের কামালপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত আকাশ হাতিপোতা গ্রামের সাইদুল ইসলামের ছেলে। আহত সোহানকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পৌনে ৪টার দিকে রাজারহাট মোড় থেকে আকাশ ও সোহান মোটরসাইকেলযোগে কুয়াদা বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সতীঘাটা কামালপুর জামে মসজিদের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।
ধাক্কায় আকাশ ও সোহান সড়কে ছিটকে পড়ে। এতে আকাশের মাথা ও বুকে মারাত্মক আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সোহান গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, সোহানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে। তিনিও হাতিপোতা গ্রামের বাসিন্দা।
হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন