যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) বাংলাদেশের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে কমপক্ষে ১০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠাবে বলে নিশ্চিত করেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠকে এ তথ্য জানানো হয়।
আইআরআই পরিচালনা পর্ষদের সদস্য ক্রিস্টোফার জে ফুসনার বলেন, ‘ফেব্রুয়ারির নির্বাচনে আমরা শক্তিশালী পর্যবেক্ষণ কার্যক্রম চালাব। নির্বাচনি পর্যবেক্ষকরা ভোটের সময় সহিংসতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
বৈঠকে উপস্থিত ছিলেন সেন্টার ফর অ্যা নিউ আমেরিকান সিকিউরিটি (সিএনএএস)-এর সিনিয়র ফেলো লিসা কার্টিস, আইআরআইয়ের প্রযুক্তিগত বিশেষজ্ঞ জেসিকা কিগান, আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই)-এর প্রোগ্রাম ডিরেক্টর জেমি স্পাইকারম্যান।
প্রতিনিধি দলটি নির্বাচনের পূর্বপর্যায়ে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ মূল্যায়ন করছে এবং সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে। তারা পূর্ববর্তী নির্বাচনি পর্যবেক্ষণের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন এবং নির্বাচনি সংস্কার সম্পর্কিত প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেছেন।
ক্রিস্টোফার জে ফুসনার নির্বাচনের পরিবেশ প্রশংসা করে বলেন, ‘সব দলই নির্বাচন চায়। আমরা ইতিবাচক পরিবেশ দেখতে পাচ্ছি যা আগের নির্বাচন থেকে অনেক ভালো। এটি সত্যিই আনন্দদায়ক।’
প্রতিনিধি দল আরও উল্লেখ করেছে যে নির্বাচনকে আরও স্বচ্ছ করতে সুশীল সমাজ ও স্থানীয় পর্যবেক্ষকদের অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ। এ ছাড়াও তারা নির্বাচনের সময় ভুয়া তথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে জনমত প্রভাবিত করার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, ‘ভুল তথ্য গণতন্ত্রের সবচেয়ে বড় হুমকি। এটি দ্রুত উত্তেজনা সৃষ্টি করে। আমাদের লক্ষ্য হলো প্রথমবার ভোট দেওয়া তরুণদের জন্য শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা।’
তিনি বলেন, ‘দেশের অর্ধেক জনসংখ্যা ২৭ বছরের কম, তাই তাদের প্রথম ভোট অভিজ্ঞতা নিরাপদ ও সুষ্ঠু হওয়া উচিত।’
উল্লেখ্য, জুলাই সনদ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। অধ্যাপক ইউনূস বলেন, ‘সব রাজনৈতিক দল সংস্কারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এটি নির্বাচনের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে।’
সভায় এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন। আইআরআই প্রতিনিধি দল অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন এবং তার পরিচালনায় নির্বাচনের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত হওয়ার আশা প্রকাশ করেছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন