বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করতে হলে আপনাকে একটি ধারাবাহিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। নিচে পুরো প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো (বিশেষ করে ই১/ই২-ট্যুরিস্ট বা বিজনেস ভিসা ধরেই ব্যাখ্যা করা হয়েছে)। প্রথমে ভিসার ধরন নির্ধারণ করতে হবে; ভিসার ধরনগুলো হল- ই১: বিজনেস ভিজিট, ই২: ট্যুরিস্ট, চিকিৎসা, আত্মীয় দেখা ইত্যাদি, এফ১ (স্টুডেন্ট), জে ১ (এক্সচেঞ্জ), এইচওয়ানবি (ওয়ার্ক), ইত্যাদি। ই১/ই২ ভিসা অধিকাংশ ক্ষেত্রে একসঙ্গে ইস্যু হয়। এরপর ডিএস-১৬০ ফর্ম পূরণ করতে হবে অনলাইনে। ফ্রম পুরুনের লিংক: যঃঃঢ়ং://পবধপ.ংঃধঃব.মড়া/ঈঊঅঈ।
ফর্মের নাম :
ডিএস-১৬০ নন ইমিগ্রান্ট ভিসা অ্যাপ্লিকেশন। সব ইংরেজিতে পুরুন করতে হবে। পূরণ শেষে একটি কনফার্মেশন পেজ ও বারকোড পাবেন- এটা সংরক্ষণ করতে হবে। এরপর ভিসা আবেদন ফি পরিশোধ করতে হবে; বর্তমানে ই১/ই২ ভিসার ফি: ইউএসডি ১৮৫, বাংলাদেশে এটি টাকা দিয়ে পরিশোধ করতে হয়, ফি পরিশোধের পদ্ধতি ও পরিমাণ দেখতে পারবেন এখান থেকে: যঃঃঢ়ং://িি.িঁংঃৎধাবষফড়পং.পড়স/নফ/
যেভাবে পেমেন্ট করবেন প্রথমে একটি প্রোফাইল খুলবেন ইউএস ট্রাভেল ডকস ওয়েবসাইটে, এরপর ফি পেমেন্ট অপশন পাবেন।
এরপর ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। বুক করার জন্য যঃঃঢ়ং://িি.িঁংঃৎধাবষফড়পং.পড়স/নফ/ এই ওয়েবসাইটে প্রবেশ করে ফি পেমেন্টের ২৪-৪৮ ঘণ্টা পর আপনার প্রোফাইল অ্যাক্টিভ হবে। এরপরই আপনি ভিসা ইন্টারভিউয়ের তারিখ বুক করতে পারবেন। ঢাকাস্থ বাড়িধারায় ইউএস অ্যাম্বাসিতেও করা যাবে।
প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করুন (ইন্টারভিউয়ের জন্য)
প্রয়োজনীয় ডকুমেন্টস:
- উঝ-১৬০ কনফার্মেশন পৃষ্ঠা (ইধৎপড়ফব সহ)
- ভিসা অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন
- পাসপোর্ট (কমপক্ষে ৬ মাসের মেয়াদ থাকতে হবে)
- ১ কপি পাসপোর্ট সাইজ ছবি (২ী২/ ৫১ মিমি ী ৫১ মিমি)
- ভিসা ফি জমার প্রমাণ (রিসিপ্ট)
- অতীতের পাসপোর্ট (যদি থাকে)
- সাপোর্টিং ডকুমেন্টস, যেমন:
- ব্যাংক স্টেটমেন্ট (সাম্প্রতিক ৩-৬ মাস)
- চাকরির প্রমাণপত্র (নিয়োগপত্র, ছুটির অনুমতি)
- ব্যবসার কাগজপত্র (যদি প্রযোজ্য হয়)
- প্রপার্টি ডকুমেন্ট (যদি থাকে)
- ইনভাইটেশন লেটার (যদি আত্মীয় বা কোম্পানি আমন্ত্রণ জানায়)
- ভ্রমণের পরিকল্পনা (যেমন হোটেল বুকিং, প্ল্যান, ট্যুর ইত্যাদি)
ইন্টারভিউ দিন:
ঢাকায় ইউএস অ্যাম্বাসিতে নির্দিষ্ট তারিখে উপস্থিত থাকুন। আপনার ডকুমেন্টস ও সাক্ষাৎকারের ভিত্তিতে ভিসা গ্রান্ট করা হবে বা রিজেক্ট করা হবে।
ভিসা অনুমোদনের পর পাসপোর্ট ডেলিভারি:
যদি ভিসা দেওয়া হয়, তবে আপনার পাসপোর্ট কয়েক দিনের মধ্যে ফেরত পাঠানো হবে। আপনি আগে থেকে নির্ধারিত ভ্যাক্সিল (ঠঋঝ) লোকেশন থেকে সংগ্রহ করতে পারবেন।
টিপস:
- ভুল বা মিথ্যা তথ্য দেবেন না- এটি ভবিষ্যতের জন্য বিপজ্জনক। সৎভাবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে
- ইন্টারভিউ দিন। আপনার ভ্রমণের উদ্দেশ্য স্পষ্টভাবে বলুন। যদি ইংরেজিতে কথা বলা কষ্ট হয়, তবে অনুরোধ করলে অনুবাদক পাওয়া যেতে পারে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন