কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে ঘিরে মানুষের জানমাল রক্ষায় নানামুখী তৎপরতা ও নজরদারি জোরদার করেছে গাজীপুর জেলা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে নগরীর কোনাবাড়ি, চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, টঙ্গীসহ বিভিন্ন এলাকায় মহাসড়কের একাধিক পয়েন্টে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি মোবাইল টহল, চেকপোস্ট ও সন্দেহজনক যানবাহন তল্লাশির কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে।
পুলিশ জানায়, শহরের গুরুত্বপূর্ণ মোড়, বাসস্ট্যান্ড ও ট্রাকস্ট্যান্ড এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। টহল দলের পাশাপাশি চেকপোস্টে কর্মরত পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
তবে, মহাসড়কে যানবাহন চলাচল কিছুটা কম দেখা গেলেও শহরের দোকানপাট, পোশাক কারখানা ও ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান খোলা রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, ‘আওয়ামী লীগের নিষিদ্ধ কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো নাশকতা বা বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশের পূর্ণ প্রস্তুতি রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নজরদারি অব্যাহত থাকবে।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন