ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুণেতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে পুণের নবালে ব্রিজ এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষের সময় মাঝখানে একটি প্রাইভেটকার পড়ে যায়, এতে প্রাইভেটকারটি চূর্ণবিচূর্ণ হয়ে আগুন ধরে যায়, যা মুহূর্তের মধ্যে ভয়াবহ রূপ ধারণ করে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি ট্রাক পুরোপুরি আগুনে পুড়ে যাচ্ছে এবং মাঝখানে আটকে থাকা প্রাইভেটকারটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে। দুর্ঘটনার কারণে জাতীয় মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং কয়েক ঘণ্টা যোগাযোগ বন্ধ থাকে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন