চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের রহমতপাড়া এলাকা থেকে অজ্ঞাত এক বৃদ্ধার (৬৩) লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গত বুধবার বিকেল ৫টার দিকে কুমিরা স্টেশনের মধ্যবর্তী ঢাকাগামী রেললাইনের ৫৩ নম্বর ব্রিজের নিচে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা রেল পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। রেলওয়ে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। সুরতহাল প্রতিবেদন শেষে লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সীতাকু- রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশরাফ ছিদ্দিক।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন