চট্টগ্রামে ‘শীর্ষ সন্ত্রাসী’ সরোয়ার হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার বেলাল উদ্দিন মুন্নাকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বায়েজিদ থানার তদন্ত কর্মকর্তা এসআই মো. কাউছার হামিদ মুন্নার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
গ্রেপ্তার বেলাল উদ্দিন মুন্না (৪২) বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলি জানালীনগর এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুস সাত্তার।
পুলিশের আবেদনে বলা হয়েছে, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে গত ৫ নভেম্বর সরোয়ার হোসেন সাকিবকে গুলি করে হত্যা করা হয়। এর আগেও গত ৩০ মার্চ তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল বাকলিয়া এক্সেস রোড এলাকায়, যেখানে গুলিতে বখতিয়ার হোসেন মানিক ও আবদুল্লাহ রিফাত নিহত হন।
তদন্ত কর্মকর্তারা জানান, সরোয়ার হত্যার এক সপ্তাহ আগে চাঞ্চল্যকর ‘এইট মার্ডার’ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাজ্জাদ আলী মোবাইল ফোনে সরোয়ারকে হুমকি দেন। এরপর ৫ নভেম্বর বিকেলে বায়েজিদ বোস্তামী থানার খন্দকার পাড়ায় বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগ চলাকালে সরোয়ারকে কাছ থেকে গুলি করে হত্যা করা হয়।
গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই সরোয়ার মারা যান। তার গলা, থুতনি, পেট, ঘাড়, পিঠ ও পায়ে মোট সাতটি গুলির চিহ্ন পাওয়া যায়। একই ঘটনায় এরশাদ উল্লাহর বুক ও সহকর্মী ইরফানুল হক শান্তর শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।
পরে গত ৯ নভেম্বর বেলাল উদ্দিন মুন্নাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী ও পাঁচলাইশ থানায় আরও ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন