জুলাই–আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে রায়ের তারিখ ধার্য করা হবে আজ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল দিনটি নির্ধারণ করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
গত ২৩ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার অপেক্ষায় থাকে মামলাটি। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ দণ্ড দাবি করেন। অপরদিকে, আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন তাদের খালাস প্রার্থনা করেন।
মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হয়ে জবানবন্দি দিয়েছেন। তাই তার সাজা প্রসিকিউশন ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দিয়েছে।
শেখ হাসিনা ও আসাদুজ্জামানের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের মধ্যে রয়েছে- উসকানি, মারণাস্ত্র ব্যবহার, আবু সাঈদ হত্যা, চানখারপুল হত্যাকাণ্ড ও আশুলিয়ায় লাশ পোড়ানো।
মোট ৮৪ সাক্ষীর মধ্যে ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। মামলার আনুষ্ঠানিক অভিযোগনামা প্রায় আট হাজার সাতশতাধিক পৃষ্ঠার।
রায় ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ট্রাইব্যুনাল এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যদের।
এদিকে, রায় ঘিরে কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তবে নিরাপত্তা বাহিনী বলছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন