গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় পেট্রোলবোমা তৈরির সময় সরঞ্জামসহ নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বানিয়ারচালা গ্রামের একটি মাছের খামারের পাশ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নিষিদ্ধ ছাত্রলীগের ভাওয়ালগড় ইউনিয়ন সভাপতি নোমান আহম্মেদ (২৪), দপ্তর সম্পাদক আকাশ মাহমুদ (২৫) এবং স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আহম্মেদ (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম, ৩০০ মিলিলিটার পেট্রোল ও প্লাস্টিকের পাইপ উদ্ধার করা হয়।
গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, যানবাহনে নিক্ষেপের উদ্দেশ্যে পেট্রোল বোমা তৈরি করছিলেন তারা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদ বলেন, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন