ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল।
বুধবার (১২ নভেম্বর) রাত পৌনে ২টার দিকে সদর উপজেলার দুবলা এলাকায় (আখাউড়া-চিনাইর সড়কের পাশে) এ ঘটনা ঘটে।
এতে চট্টগ্রামগামী তূর্ণা নিশিথা ও বিজয় এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে থেমে যায়। পরে আগুন নিভে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, ‘দুর্বৃত্তরা রেললাইনের ওপর প্লাস্টিকের পাইপে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরই মধ্যে দুর্বৃত্তরা পালিয়ে যায়।’
রাত সাড়ে ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন