চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া হাফিজ জুট মিলস গেট প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল চট্টগ্রাম অঞ্চলের আয়োজনে ৮ দফা দাবিতে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় সমাবেশে হাফিজ জুট মিলস শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রবিউল হকের পরিচালনায় ও আবুল বশর ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমান।
সমাবেশে বক্তারা বলেন, ‘লিজ বাতিল করে বন্ধকৃত রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো চালু করতে হবে। পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন পাটকলসমূহে জাতীয় ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ শ্রমিকদের ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।’
পাট শ্রমিকদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে-
১) বন্ধ পাটকলসমূহের উৎপাদন কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পুনরায় চালু করা ও লিজ প্রথা বাতিল করা।
২) ২০২০ সালে চাকরি থেকে অবসরপ্রাপ্ত, কিন্তু বয়স ৬০ বছর পূর্ণ হয়নি এমন শ্রমিকদের পুনর্বহাল করা এবং তাঁদের পূর্ণাঙ্গ হিসাব প্রদান।
৩) রাষ্ট্রায়ত্ত বন্ধ পাঁচটি পাটকলের শ্রমিকদের ২০১৫ সালের মজুরি কমিশনের বকেয়া ও সরকার ঘোষিত করোনাকালীন সাধারণ ছুটির পাওনা পরিশোধ।
৪) ২০২০ সালের ১ ও ২ জুলাইয়ের বকেয়া বাৎসরিক ইনক্রিমেন্ট, বোনাসসহ সব ভাতা পরিশোধ।
৫) যেসব স্থায়ী ও বদলি শ্রমিকদের নগদ পাওনা এবং সঞ্চয়পত্র এখনো দেওয়া হয়নি, তাদের পাওনা পরিশোধ।
৬) শ্রমিক-কর্মচারীদের বকেয়া মজুরি ও বেতন, অবসরপ্রাপ্ত কর্মচারীদের গ্র্যাচুইটি, পিএফ ও বিমা বাবদ সব বকেয়া পরিশোধ।
৭) ২০১৫ সালের মজুরি কমিশন অনুযায়ী পিচ রেট শ্রমিকদের গড় মজুরি ও টাইম রেট শ্রমিকদের অতিরিক্ত কাজের সব পাওনা পরিশোধ।
৮) যেসব শ্রমিক-কর্মচারী আদালতে মামলা করে রায় পেয়েছেন বা মামলা প্রত্যাহার করেছেন, তাদের সব পাওনা পরিশোধ এবং কর্মকর্তা-কর্মচারীদের মতো শ্রমিকদেরও বৈশাখী ভাতা প্রদান। সেইসঙ্গে পাটশিল্পকে কৃষিভিত্তিক শিল্প হিসেবে ঘোষণা করে অন্যান্য শিল্পের মতো সব সুবিধা প্রদান।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা, সাংগঠনিক সম্পাদক স. ম. জামাল উদ্দিন, শ্রমিক নেতা দীন মোহাম্মদ, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, সদস্য সচিব কাজী মহিউদ্দিন, জহুরুল আলম জহুর, জয়নাল আবেদীন দুলাল, পৌর বিএনপি নেতা জাকির হোসেনসহ বিভিন্ন নেতারা।