ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

প্রকাশ পেয়েছে শেখ সোলায়মানের ‘চলছে গাড়ি যাত্রাবাড়ি’ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১২:৪৪ পিএম
শেখ সোলায়মান। ছবি- সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রচেষ্টায় যারা আলোচিত হয়েছেন, তাদের মধ্যে শেখ সোলায়মান অন্যতম। শুরুতে বাঁশিওয়ালা হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। তার বাঁশির সুরে ভক্ত হয়ে যায় দেশ-বিদেশের অনেক শ্রোতা। গ্রামের নদীর ধারে বা ধু-ধু মাঠের প্রান্তে বসে শেখ সোলায়মান বাঁশি বাজাত, গাইত গলা ছেড়ে মাটির গান। সেই গানে বুঁদ হয়ে যায় অনেক মানুষ। 

তার গান শুনে ঘুড়িখ্যাত কণ্ঠশিল্পী লুৎফর হাসান তাকে নিয়ে তৈরি করেন ‘আমরা যারা দেখতে কালো’ শিরোনামের নতুন এক গান। সেই গানে দ্বৈত কণ্ঠে গেয়েছিলেন তারা। শেখ সোলায়মানের ভক্তদের ইচ্ছে ছিল, তার কণ্ঠে একক গান শুনবে। শেষ পর্যন্ত সেই গান তৈরি হয়েছে। সচল পাগল সুজনের কথা ও সুরে এবং পূর্ণ মিলনের সংগীতে শেখ সোলায়মান গেয়েছেন ‘চলছে গাড়ি যাত্রাবাড়ি’ শিরোনামের গান।

গানটি প্রকাশ পেতেই বেশ সুনাম কুড়াচ্ছে।

শেখ সোলায়মান বলেন, ‘অনেক দিনের ইচ্ছে ছিল, নিজের একটা মৌলিক গান থাকবে। সচল পাগল সুজনের কথা ও সুরে একটা ভালো গান আমি পেয়ে যাই। শ্রোতারাও ভালোভাবে নিচ্ছে। আমি গানটি নিয়ে বেশ আশাবাদী।’

গানের ভিডিও তৈরি হয়েছে গ্রামীণ জনপদে। মাটির গানে মাটির ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। গানটি প্রকাশ পেয়েছে তার নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এ ছাড়াও গানটি শোনা যাচ্ছে দেশি-বিদেশি একাধিক অডিও প্ল্যাটফর্মে।