এমপিওভুক্তির দাবিতে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার দপ্তরের সামনে অনশনে বসেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশসহ প্রশাসনের কর্মকর্তাও রয়েছেন।
বাংলাদেশ নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান পরিষদের সভাপতি মো. জমির উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘দীর্ঘ ২০ থেকে ২৫ বছর বেতন ছাড়াই আমরা সেবা দিয়ে যাচ্ছি। আমাদের যখন স্বীকৃতি দেওয়া হয়, তখন জায়গা পরিদর্শন করা হয়েছে। এমপিওভুক্তির আশ্বাস দেওয়া হয়েছে। তবে কোনো আশ্বাসই বাস্তবায়ন করা হচ্ছে না।’
প্রবীণ এ শিক্ষক আরও বলেন, ‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বাধ্য হয়ে আমরা আজ সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার দপ্তরের সামনে অনশনে বসেছি।’
এতজন একসঙ্গে কীভাবে সচিবালয়ের ভেতরে প্রবেশ করলেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সচিবালয়ে আমাদের অনেক আত্মীয় আছে, শিক্ষার্থী আছে। তাদের মাধ্যমে পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব।