সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবিত অধ্যাদেশের বিরুদ্ধে এক দফা দাবিতে শিক্ষা ভবন মোড় অবরোধ করেছে। অবরোধের পাঁচ ঘণ্টা পার হলেও পুলিশের দেওয়া আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। তারা জানিয়েছে, ‘দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।’
রোববার (৭ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, শিক্ষার্থীরা চাইলে সচিবালয়ে গিয়ে সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে কথা বলে নিজেদের দাবির সর্বশেষ অগ্রগতি জানতে পারে।
তিনি আরও বলেন, ‘সার্বিক বিষয়ে তোমরা সচিবালয়ে গিয়ে নিজেই জানতে পারো কী অগ্রগতি হয়েছে। যদি কোনো বক্তব্য থাকে, সেটাও সেখানে তুলে ধরতে পারো। এতে সাধারণ মানুষের দুর্ভোগ কমবে। এখানে মোড়ে পাঁচ ঘণ্টার মতো অবস্থান চলছে, যা জনদূর্ভোগ সৃষ্টি করছে।’
ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘পুলিশের আলোচনার প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করেছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমরা কোনো আলোচনায় যাচ্ছি না।’
অবরোধের কারণে পুরো এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিক্ষাভবনের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাখা হয়েছে জলকামান ও রায়টকার।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছিল, সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যেই নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের গুজব এড়িয়ে দায়িত্বশীল আচরণের জন্যও আহ্বান জানানো হয়েছিল।


