কড়াইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মানবিক সংগঠন ‘হাসি ফোঁটাও ফাউন্ডেশন’। অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারানো অসহায় মানুষদের পাশে দাঁড়াতে সংগঠনটি শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন।
রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৮টায় সংগঠনের সদস্যরা কড়াইল বস্তিতে এই কার্যক্রম পরিচালনা করেন, এ সময় তারা ১২০টি পরিবারের মাঝে কম্বল এবং শীতবস্ত্র বিতরণ করেন।
উল্লেখ্য, ২ ডিসেম্বর সারা দিন সংগঠনের স্বেচ্ছাসেবীরা বিভিন্ন স্থানে অর্থ সংগ্রহ করেন। সাধারণ মানুষের সহায়তায় তহবিলে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি আরাফাত রহমান রিয়াদ বলেন, ‘বিপদ-সংকটে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব। যারা এই অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়েছেন, তারা যেন একা অনুভব না করেন সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। মানবিকতা থেকেই আমাদের পথচলা, আর ভবিষ্যতেও আমরা অসহায় মানুষের পাশে থাকব, ইনশাআল্লাহ।’
ফাউন্ডেশনের সদস্যরা জানান, সংকটময় সময়ে মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও তারা এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন।
এর আগেও গুলশান সেন্ট্রাল মসজিদ সোসাইটির উদ্যোগে হাঁসি ফোটাও ফাউন্ডেশনের সহায়তায় আর্থিক সহায়তা প্রদান করা হয়।


