ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

ভোট দিতে আড়াই লাখ প্রবাসীর নিবন্ধন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ০২:০৮ পিএম
নির্বাচন কমিশনের লোগো। ছবি- সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত ২ লাখ ৫০ হাজার ১২ জন প্রবাসী নিবন্ধন করেছেন।

সোমবার (৮ ডিসেম্বর) পৌনে ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ৫০ হাজার ১২ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এই নিবন্ধনকারীদের মধ্যে ২ লাখ ২৮ হাজার ৭৮১ জন পুরুষ ভোটার ও ২১ হাজার ২৩১ জন নারী ভোটার রয়েছেন।

দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে রয়েছে—সৌদি আরবে ৬৩ হাজার ৩৪, যুক্তরাষ্ট্রে ২০ হাজার ৪৯ , কাতারে ১৬ হাজার ৩২৬, সংযুক্ত আরব আমিরাতে ১৪ হাজার ৮৬৩, মালয়েশিয়ায় ১৩ হাজার ৭৪১, সিঙ্গাপুরে ১৩ হাজার ১৬৫, যুক্তরাজ্যে ১২ হাজার ১৪,  দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৫৪৯,  কানাডায় ৯ হাজার ৫০১,  ওমানে ৯ হাজার ৪৫৩, ইতালিতে ৮ হাজার ৩৯০ ও অস্ট্রেলিয়ায় ৮ হাজার ৩৭  জন।

এ ছাড়া, ইসির এক বার্তায় বলা হয়েছে, ‘ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোট দিতে নির্বাচনি তপশিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। বিস্তারিত জানতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov.bd) ভিজিট করতে বলা হয়েছে।’

আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান বাসসকে এ তথ্য জানিয়েছেন।

অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।