ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

ফেরিঘাটে গর্ভবতী নারীর রক্তক্ষরণ, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ০২:২৪ পিএম
ফায়ার সার্ভিসের একটি দল গর্ভবতী নারীকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ছবি- সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ৭ নম্বর ফেরিঘাটে মানসিকভাবে অসুস্থ এক গর্ভবতী নারীর হঠাৎ রক্তক্ষরণ শুরু হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে বেঁচে গেছে মা ও অনাগত সন্তানের জীবন।

ঘটনাস্থলে শত শত মানুষ যাতায়াত করলেও প্রাথমিকভাবে কেউ এগিয়ে না এলেও এক সচেতন নারী বিষয়টি দেখে দুঃখিত হন। মা ও অনাগত সন্তানের জীবন ঝুঁকিতে রয়েছে বুঝতে পেরে তিনি জরুরি সহায়তার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে কলটি গ্রহণ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল রশিদুল ইসলাম। তাৎক্ষণিকভাবে বিষয়টি গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়। পুরো উদ্ধার কার্যক্রমের তদারকি ও সমন্বয় করেন ৯৯৯ ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার সজীব মিয়া।

খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ (৩০) গর্ভবতী নারীকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।