চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শীত সময়ের আগেই এসে পড়েছে। প্রতিদিনই তাপমাত্রা কমছে, কনকনে শীতে কাঁপছে উপজেলার মানুষ। বিশেষ করে ছিন্নমূল ও হতদরিদ্ররা সবচেয়ে বেশি কষ্টে দিন কাটাচ্ছেন। শীতের রাতে কেউ রেলস্টেশনে, কেউ ফুটপাতে, কেউ আবার বাজারের বারান্দায় গামছা-লুঙ্গি বা ছেঁড়া কাঁথা গায়ে জড়িয়ে ঘুমোতে বাধ্য হচ্ছেন।
রোববার (৭ ডিসেম্বর) রাতে আলমডাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশীষ কুমার বসু কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই পৌর এলাকার বিভিন্ন স্থানে ঘুরে শতাধিক কম্বল বিতরণ করেন।
তিনি রেলস্টেশন এলাকায় ঘুরে ছিন্নমূল, দুস্থ ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন। কম্বল পাওয়ার পর অসহায় মানুষগুলো বেজায় খুশি হন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা।


