প্রেস ইনিস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মিলনায়তনে হয়ে গেল সংস্কৃতি ও বিনোদন সাংবাদিকদের নিয়ে দুই দিনব্যাপী কর্মশালা ও সনদ প্রদান অনুষ্ঠান। এই প্রথম প্রেস ইনিস্টিটিউট বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় বিনোদন শাখার সাংবাদিকদের নিয়ে এমন কর্মশালার আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
২৩ ও ২৪ সেপ্টেম্বর এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সহযোগিতায় দুই দিনের এই কর্মশালায় মোট ৮টি সেশনে প্রশিক্ষক হিসেবে অংশ নেন চলচ্চিত্র বিষয়ক গবেষক ও আলোকচিত্রী মীর শামছুল আলম বাবু, পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ, সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, প্রযোজক ও পরিচালক আরিফুর রহমান, চলচ্চিত্র গবেষক ও শিক্ষক মনিরা শরমিন পৃতু, সাংবাদিক ও লেখক সৈয়দা ফারজানা জামান রুম্পা।
চলচ্চিত্র ও গণমাধ্যমের উপস্থিতি এবং ইতিহাস, চলচ্চিত্রে রাজনৈতিক প্রভাব, শিষ্টাচার ও নৈতিকতা, চলচ্চিত্র সমালোচনা, প্রযোজনা ও বিশ্ব চলচ্চিত্র পরিস্থিতি, ফ্যাক্ট চেকিংসহ বিভিন্ন বিষয়ে এই কর্মশালায় সেশন পরিচালনা করা হয়।
২৩ সেপ্টেম্বর এই প্রশিক্ষণের উদ্বোধন করেন পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ। সমাপনী দিনে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন।
বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের পক্ষে আয়োজনকারী সৈয়দা ফারজানা জামান রুম্পা জানান, এ ধরনের কর্মশালা সাংবাদিকতার বিভিন্ন শাখার মত বিনোদন শাখার সকলের জন্যেই অপরিহার্য। এর ধারবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাওয়া হবে। বিনোদন ও সংস্কৃতির শাখার সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির প্রয়াসে এ ধরনের কর্মশালা আয়োজনে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতা কাম্য।