চীনের দুর্গম গুইঝো প্রদেশে নির্মিত হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, তিন বছরের নির্মাণকাজ শেষ করে এই সেতুর উদ্বোধন করা হয়েছে, যা বিশ্বের সর্বোচ্চ সেতু হিসেবে নতুন উচ্চতা স্থাপন করেছে। বিশাল নদী ও গিরিখাতের ওপর দাঁড়িয়ে এই সেতু পানির স্তর থেকে ৬২৫ মিটার (২০৫১ ফুট) উচ্চতায় অবস্থান করছে। এর আগে একই প্রদেশের বেইপানজিয়াং ব্রিজ ৫৬৫ মিটার উচ্চতায় বিশ্বের সর্বোচ্চ সেতু ছিল, যা এখন দ্বিতীয় স্থানে নেমে গেছে।
গুইঝো প্রাদেশিক পরিবহন বিভাগের প্রধান ঝাং ইয়িন জানান, ‘হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ চালুর ফলে দুই পাড়ের মধ্যে যাতায়াতের সময় দুই ঘণ্টা থেকে কমে মাত্র দুই মিনিটে নেমেছে। এটি আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় বিরাট পরিবর্তন এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে।’
চীন গত কয়েক দশক ধরে অবকাঠামো উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করছে। যার ফলে দেশটিতে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নগরায়ণ ঘটছে। পার্বত্য গুইঝো প্রদেশে হাজারো সেতু ছড়িয়ে আছে, যেখানে বিশ্বের সর্বোচ্চ দুটি সেতু রয়েছে।
হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজের মূল স্প্যান ১ হাজার ৪২০ মিটার, যা এটিকে পার্বত্য অঞ্চলে নির্মিত বিশ্বের দীর্ঘতম স্প্যানের সেতু হিসেবে পরিচিত করেছে। তবে বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর খেতাব (যেখানে মাপা হয় সেতুর নিজস্ব উচ্চতা) এখনো ফ্রান্সের মিলাও ভায়াডাক্টের দখলে আছে, যার উচ্চতা ৩৪৩ মিটার।