নাটোরের সিংড়া পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টায় দলীয় নেতাকর্মীদের নিয়ে পূজামণ্ডপ পরিদর্শনে যান তিনি।
পরিদর্শনকালে ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য আহ্বান জানান দাউদার মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব তায়েজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন রানা প্রমুখ।